পুঠিয়ায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০ ২২:৪০; আপডেট: ৭ মে ২০২৪ ১৭:১৭

 

শেষ মুহুর্তে স্থগিত হচ্ছে রাজশাহীর পুঠিয়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এদিকে পৌর নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় সম্মেলন ঘিরে দলের দু’গ্রুপের মধ্যে নানা টানাপড়েনের অবসান ঘটেছে। আগামী পহেলা ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠানের পূর্বনির্ধারিত তারিখ ঘোষনা করা হয়েছিল। তবে স্থগিত হওয়া সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে নতুন করে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।

দলীয় সূত্রে জানাগেছে, নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও বিভক্তির অবসান ঘটাতে কেন্দ্রের নির্দেশে আগামি ১ ডিসেম্বর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করার কথা ছিল। সে মোতাবেক দলের নেতাকর্মীরা সম্মেলনের সকল প্রস্তুতি গ্রহণ করেন। তবে সম্মেলন ঘিরে উপজেলা কমিটির কোনো অভিযোগ না থাকলেও অপরপক্ষ আগে সদস্য নবায়ন, ওয়ার্ড ও ইউনিয়নের সম্মেলন করার পক্ষে রয়েছেন। এর মধ্যে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করায় বর্তমানে সম্মেলন নিয়ে মাথা ঘামাচ্ছেন না কোনো পক্ষই।

তবে জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ বলেন, আগামী ১ ডিসেম্বর উপজেলা আ’লীগের সম্মেলন হওয়ার কোনো প্রস্তুতি নেই। এর কারণ হিসাবে তিনি বলেন, জেলা ও কেন্দ্রীয় নেতারা এই উপজেলা সম্মেলনের নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু এর আগে দলের সদস্য নবায়ন, ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর সম্মেলন করা অতিগুরুত্বপূর্ণ। এজন্য কেন্দ্রীয় নির্দেশনাও আছে। এর মধ্যে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় পূর্বনিধারিত তারিখে উপজেলা আ’লীগের সম্মেলন হবে বলে মনে হয় না।

এ ব্যাপারে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক বলেন, আগামী ১ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। যার কারণে ওই দিন উপজেলা আ’লীগের সম্মেলনের আয়োজন করা সম্ভব হবে না। বিষয়টি আজকালের মধ্যে দলীয় নেতাকর্মীদের জানিয়ে দেয়া হবে। আর এই সম্মেলন কবে অনুষ্ঠিত হবে তা দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করে তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, নানা সমালোচনার মধ্যে দিয়ে সর্বশেষ ২০১৩ সালে ২৭ ফেব্রুয়ারী উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে উপজেলা আ’লীগের সভাপতি নির্বাচিত হন সাবেক সাংসদ ও বর্তমান জেলা আ’লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক।

এনএস




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top