তাপপ্রবাহের কারণে সমাবেশ স্থগিত করেছে বিএনপি
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪ ১৯:০২; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১২:২২
-2024-04-22-19-01-51.jpg)
আগামী ২৬শে এপ্রিল নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশ আয়োজনের কথা ছিল তাপপ্রবাহের কারণে তা স্থগিত করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল বলেন, তাপপ্রবাহের কারণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ২৬ এপ্রিল নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশ স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যৌথ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। পরে তারিখ চূড়ান্ত হওয়ার পর জানানো হবে।
আপনার মূল্যবান মতামত দিন: