পুলিশ ও সেনাবাহিনীর মর্যাদা ভুলুণ্ঠিত: ফখরুল

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩ জুন ২০২৪ ২০:২৫; আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৫

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সোমবার (৩ জুন) দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেনজীর...বলা হচ্ছে নজিরবিহীন দুর্নীতি।

একই সঙ্গে সাবেক সেনাপ্রধান (আজিজ আহমেদ), তাকে স্যাংশন দিয়ে দিয়েছে। আরেকজন তথাকথিত এমপি তাকে কলকাতা নিয়ে টুকুরো টুকুরো করে বটি বটি করেছে… এই তো হচ্ছে চেহারা।’

মির্জা ফখরুল বলেন, ‘এখন সেনা বাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসেবে তার সম্মান-ইজ্জত কোথায় থাকে, যখন তার সাবেক প্রধানকে স্যাংশন দেয়! সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে, যার সাবেক প্রধান ও র‌্যাবের সাবেক ডিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে… কার সম্মান কোথায় থাকে। আজকে এরা (সরকার) দেশটাকে এভাবে ধ্বংস করে দিয়েছে।’

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক শাহিদা রফিক, মহিলা দলের হেলেন জেরিন খান, পেয়ারা মোস্তফা, এলিজা জামান, ঢাকা মহানগর উত্তরের নায়েবা ইউসুফ, দক্ষিণের রুমা আখতার প্রমুখ বক্তব্য দেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top