আওয়ামী লীগের শনিবারের কর্মসূচি স্থগিত
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪ ০৮:২৯; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৩:৩৬
 
                                কোটা আন্দোলন নতুন করে সহিংস রূপ নেওয়ার মধ্যে শনিবার (৩ আগস্ট) দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যদিও দলের পক্ষ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্মসূচি স্থগিত করার কথা জানানো হয়েছে।
শোকাবহ আগস্ট উপলক্ষে শুক্রবার শোক মিছিল করার কথা ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের৷ পরে সে তারিখ পিছিয়ে শনিবার (৩ আগস্ট) বিকেলে শোক মিছিলের কথা জানানো হয়। এবার সেই তারিখও স্থগিত করা হলো।
শুক্রবার (২ আগস্ট) রাতে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
খুদে বার্তায় তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল হবে না। তবে পরবর্তী তারিখ খুদে বার্তায় জানানো হয়নি।
এর আগে শোকাবহ আগস্ট উপলক্ষে শুক্রবার ছুটির দিনে শোক মিছিল করার কথা ছিল ক্ষমতাসীনদের। তবে পরে জানানো হয়, শুক্রবার শোক মিছিল হচ্ছে না।
এ দিন বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিলের পরিবর্তে বাদ জুমা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করা হয়।
শোক মিছিলের জন্য শনিবার বিকেল তিনটায় সময় নির্ধারণ করা হয়েছিল৷ তবে আগের রাতে সেই কর্মসূচি স্থগিত করা হলো।

 
                                                    -2020-11-11-19-11-28.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: