ধামইরহাটে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ২২:১৭; আপডেট: ১১ মার্চ ২০২৫ ০৯:২৩

নওগাঁর ধামইরহাটে দেশব্যাপি নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্তার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ওই কলেজ গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধামইরহাট উপজেলা শাখার আহবায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব শাহ আলম, যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি, আব্দুর রউফ, জুনায়েদ হাসু, মনিরুজ্জামান বিপ্লব, মুরাদ হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক সাঈদ বিন জাবেদ, জেলা সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক সদস্য আলমগীর হোসেন সুজন, এমএম কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সোয়াইব হোসেন, সাদিয়া, সুমাইয়া, তাসফিয়া, মোরশেদ, মুমিন, হৃদয় প্রমুখ
আপনার মূল্যবান মতামত দিন: