বাঘায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ এক জন আটক
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ০৫:৪১; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ২০:১৬

রাজশাহীর বাঘায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ নবাব আলী (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার আলাইপুর মন্ডলপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নবাব আলী উপজেলার আলাইপুর গ্রামের খলিল মন্ডলের ছেলে।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবাব আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তার বাড়ির শয়ন কক্ষের ঘাটের নিচে থেকে দুটি বস্তার মধ্যে রাখা ৪০০ বোতল ফেন্সিডিল, ১৫ হাজার ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা রজু করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: