জামায়াত আমীর গ্রেপ্তারের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২ ০৫:১২; আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ০৫:১৪
                                বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান কে অবৈধ ভাবে মধ্যরাতে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুস সামাদসহ জামায়াতের মহানগরী ও থানার নেতৃবৃন্দ।
মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আজ মঙ্গলবার বেলা ২টায় রাজশাহীর নিউমার্কেট থেকে মিছিলটি শুরু হয়ে রাজশাহী নগরভবন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য জনাব ইমাজ উদ্দিন মন্ডল বলেন, দেশে আজ চরম অরাজকতা চলছে। আইনের শাসন বলতে কিছু নেই। সম্মানীত আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান কে গতরাত ১টার সময় বিনা ওয়ারেন্টে ঢাকার উত্তরার বাসা থেকে ডিবি পুলিশ প্রেপ্তার করে নিয়ে যায়। একটি স্বাধীন দেশের একজন নাগরিককে তাঁর রাজনৈতিক ও গনতান্ত্রিক অধিকার থেকে এই ফ্যাসিস্ট সরকার বারবার বঞ্চিত করে মানুষের মৌলিক অধিকার লংঘন করছে। তিনি এই অবৈধ সরকারের বিরুদ্ধে গন প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে এ মূহুর্তে আমীরে জামায়াতের নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: