রাজশাহীর চারঘাটে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২ ০৮:০৬; আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ০৮:০৭

প্রতীকী ছবি

রাজশাহীর চারঘাটে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। খবর যুগান্তরের। 

শনিবার বিকাল পোনে ৫টার দিকে বিরোধপূর্ণ জমিতে সার দিতে গেলে উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের বাকরা পশ্চিমপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহতরা হলেন- ভায়ালক্ষিপুর ইউনিয়নের বাকরা পশ্চিম পাড়া গ্রামের জেকের আলীর ছেলে আকরাম হোসেন (৫৫) এবং মৃত দেদার আলীল ছেলে আব্দুল আজিজ (৪৫)।

আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত আজিজ ও আকরাম হোসেন সম্পর্কে আপন চাচাত ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে আড়াই বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয়রা একাধিকবার বিরোধ নিম্পত্তির জন্য শালিশ বৈঠক বসলেও কোনো সুরাহ হয়নি।

শনিবার বিকালের দিতে বিরোধপূর্ণ জমিতে আকরাম আলী ফসল ফলানোর উদ্দেশ্যে সার ছিটাতে গেলে প্রতিপক্ষ আজিজ প্রতিবাদ করে।

এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বেধে যায়। এ সংবাদ দুপক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরাম পক্ষের আকরাম আলী এবং আজিজ পক্ষের আজিজকে নিহত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এনএ



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top