কুয়াশায় ঢাকা রাজশাহীর আকাশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২ ০৭:০৮; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০২:১২

ছবি: সংগৃহীত

সোমবার সারাদিনই সূর্যের দেখা মেলেনি রাজশাহীসহ আশপাশের এলাকায়। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হলেও সূর্যের আলো না থাকায় কনকনে ঠাণ্ডা অনুভূত হয়েছে। ঘন কুশায়ায় সারাদিন রাজশাহীসহ আশপাশের এলাকা ঘন কুয়াশায় ঢাকা ছিল। খবর যুগান্তরের। 

বিকাল সাড়ে ৪টার দিকেই অন্ধকার নেমে আসে। উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডার কারণে রাজশাহীর জনজীবনে প্রতিকূল প্রভাব পড়ে। কাজের সন্ধানে নগরীতে আসা শ্রমজীবী মানুষকে সড়কের ধারে থরথর করে কাঁপতে দেখা যায়। দিনভর লোকজনকে শরীরে গরম কাপড় চাপিয়ে বাইরে বেরুতে দেখা গেছে। জনজীবন আংশিক বিপর্যস্ত হয়েছে।

এদিকে রাজশাহী আবহাওয়া অফিসের পূর্বাভাস সহকারী কামাল উদ্দিন বলেন, রাজশাহী ও আশপাশের এলাকা সারাদিনই ঘন কুয়াশায় ঢেকে ছিল। সকাল ৬টায় সড়ক মহাসড়কে দৃশ্যমানতা ছিল দেড় কিলোমিটার। ফলে দুপুর পর্যন্ত হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। দিনের দ্বিতীয়ভাগেও যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে।

আবহাওয়া অফিস বলছে, প্রকৃতিতে এই কুয়াশাচ্ছন্ন অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।

অন্যদিকে একটানা ঘন কুয়াশার কারণে চলমান আলু চাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোজদার হোসেন জানান, একটানা ঘন কুয়াশা আলু ও সরিষার জন্য ক্ষতির কারণ হতে পারে।

এদিকে ঘন কুয়াশার জন্য সোমবার দুপুর পর্যন্ত রাজশাহী বিমানবন্দরে কোনো বিমান উঠানামা করেনি। তবে দুপুরের পর কুয়াশা কিছুটা হালকা হলে ফ্লাইট চলাচল শুরু হয়। কুয়াশার কারণে রাজশাহী-ঢাকা মহাসড়কে কম যানবাহন চলাচল করেছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top