বাঘার পৌর মেয়র আক্কাছ আলী

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২ ১০:৩৯; আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ১০:৪৭

ছবি: মেয়র আক্কাছ আলী

রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে আবারও আক্কাস আলী মেয়র হিসেবে জয়লাভ করেছেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী হিসেবে জগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে বাঘা পৌর নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যমতে, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আক্কাস আলী জগ প্রতীকে ১২ হাজার ৩৩ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীনুর রহমান পিন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট।

এছাড়াও জামায়াতের স্বতন্ত্র হিসেবে অংশ নেওয়া প্রার্থী সাইফুল ইসলাম (নারিকেল গাছ) ৩ হাজার ৪৮৫ ভোট, বিএনপির স্বতন্ত্র হিসেবে অংশ নেওয়া প্রার্থী কামাল হোসেন (কম্পিউটার) ১ হাজার ৯৮৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস (মোবাইল ফোন) ৪২২ ভোট পেয়েছেন।

এদিকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোট গ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বাঘা পৌরসভার প্রথম নির্বাচন। দলীয় প্রতীক ছাড়াই ওই নির্বাচনে বিএনপি-জামায়াতের সমর্থন প্রথম মেয়র (তৎকালীন চেয়ারম্যান) নির্বাচিত হয়েছিলেন আব্দুর রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন আওয়ামী লীগের আক্কাছ আলী। ২০০৬ সালের ২৬ জুন অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে আব্দুর রাজ্জাককে পরাজিত করে আওয়ামী লীগের প্রার্থী আক্কাছ আলী নির্বাচিত হন দ্বিতীয় মেয়র।

এর আগে, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাকের কাছে পরাজিত হন নৌকা প্রতীকের প্রার্থী আক্কাছ আলী। সে সময় ভোটের ব্যবধান ছিল ১ হাজার ৫২৬ ভোট।

এছাড়াও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৯নং সংরক্ষিত ওয়ার্ডের উপ-নির্বাচনে আয়শা খাতুন আনারস প্রতীকে ৪ হাজার ২৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সখিনা খাতুন গ্লাস প্রতীকে ৩ হাজার ৪২৪ ভোট পেয়েছেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top