ইফা রাজশাহীর ব‌ই উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩ ০৯:৩৮; আপডেট: ৪ জানুয়ারী ২০২৩ ০৪:১১

ছবি: সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর উদ্যেগে নতুন বছরের ব‌ই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় নিজস্ব মিলনায়তনে রাজশাহী বিভাগীয় কার্যালয় পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৭ম পর্যায়) শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই তুলে দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) জনাব এ কে এম মঈনুল ইসলাম।

এসময় সভাপতিত্ব করেন অত্র কার্যালয়ের পরিচালক মুহাম্মদ জালাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ইফার সহকারী পরিচালক জনাব এ, কে এম মুজাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার( মিডিয়া & ক্রাইম) রেঞ্জ ডি আই জি অফিস, রাজশাহীর জনাব মো. আব্দুস সালাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সাহেব বাজার বড় জামে মসজিদের খতিব, আলহাজ মাওলানা আব্দুল গণি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিল্ড সুপারভাইজার, ইফা. রাজশাহী মহানগরীর আলহাজ মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি শতাধিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উৎসব -২০২৩ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রায় ৫০০ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, সুধী ও অভিভাবক উপস্থিত ছিলেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top