রেলের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩ ২৩:৪৬; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০০:১৫

সংগ্রহীত

রাজশাহী রেলওয়ে স্টেশন চত্ত্বর থেকে এক টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। গ্রেপ্তার টিকিট কালোবাজারির নাম শফিকুল ইসলাম (২৮)। তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল কলোনির বাসিন্দা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্টেশনের ৫নম্বর প্লাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) প্রসিকিউশন শাখা বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার বিকেল স্টেশনের ৫নম্বর প্লাটফর্মের মাঝামাঝি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে আট আসনের ছয়টি টিকিট জব্দ করা হয়। টিকিটগুলোর মধ্যে পাঁচটি আজকের (মঙ্গলবার) ধূমকেতু এক্সপ্রেসের ও একটি ৫ জানুয়ারির ধূমকেতু এক্সপ্রেসের।

 

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top