জেলা তাবলিগ ইজতেমার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৫৮; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ২১:২৩
                                রাজশাহী জেলা তাবলিগ ইজতেমার উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের এর সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আগামী ২ মার্চ শুরু হতে যাচ্ছে রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা। তিন দিনব্যাপী এই জেলা তাবলিগ ইজতেমা চলবে ৪ মার্চ পর্যন্ত। সোমবার দুপুরে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে রাজশাহীতে জেলা তাবলিগ ইজতেমার কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান। উপস্থিত ছিলেন রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল বাহার, রাজশাহী জেলা তাবলিগ জামাতের আমির ডা: আমিনুল ইসলাম, এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল, রাজশাহী সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাসেল জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ারুল আমিন আযবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: