রাজশাহীতে বাসচাপায় শিক্ষকসহ নিহত ২

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৩০; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৪:৫২

ছবি: সংগৃহীত

রাজশাহীতে বাসের ধাক্কায় এক শিক্ষকসহ ব্যাটারিচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহনপুর উপজেলার নাকইল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মুস্তাফিজুর রহমান উজ্জ্বল ও ভ্যানচালক মোবারক হোসেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হানিফ পরিবহনের একটি বাস নওগাঁ থেকে রাজশাহী যাওয়ার পথে কেশরহাট বাজারের একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ শিক্ষক উজ্জ্বল আহত হন। পরে তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top