রাজশাহীতে ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৩ ০১:২৪; আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৪:৩৯

রাজশাহীতে চার্জর ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
বুধবার সকাল ৯ টার দিকে পবা উপজেলার কাটাখালি থানার মোসলেমের মোড়ের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহরা হলেন, নিহতরা হলেন, ভ্যানচালক রাহাত আলী (৪৫) ও পথচারী রিনা বেগম (৫০)। এদের মধ্যে রিনা বেগম বাঘার আড়ানী গ্রামের বাসিন্দা ও রাহাত আলী পবার পারিলা গ্রামের বাসিন্দা।
প্রতক্ষদর্শিরা জানান, মহাসড়ক দিয়ে যাত্রীবাহী চার্জার ভ্যানে করে যাওয়ার সময় একটি অটোরিকশা মহাসড়কে উঠার সময় মুখোমুখি ধাক্কা দিলে গুরুতর জখম হন তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় স্থানীয়রা উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটো চালক পলাতক রয়েছেন। তবে অটো পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান ওসি।
আপনার মূল্যবান মতামত দিন: