সূর্যমুখী ফুলে বিলুপ্ত প্রাজাতির পাখি টিয়া......
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩ ০০:৪১; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:৩৫

শিক্ষা নগরীর রাজশাহী মহানগরীকে সবুজ নগরী হিসেবেও বিবেচনা করা হয়। আর সবুজ নগরীর রাস্তার পাশেই প্রায় সারা বছরই ফুটে থাকে বাহারি রঙের ফুল। এখন বিভিন্ন ফুলের মাঝে ফুটেছে সূর্যমুখী ফুল।
এই ফুলের মধু শোষণ করার জন্যই বিভিন্ন জাতের পাখিদের আনাগোনা হয়। বিলুপ্ত প্রাজাতির পাখি টিয়া অপেক্ষায় না থেকে সূর্যমুখী ফুলের মধু আহরণে ব্যস্ত। ছবিটি বুধবার রাজশাহী নগরীর হাইটেক পার্কের সড়কের পাশে থেকে ক্যামেরায় বন্দি শাকরেছেন ফটোগ্রাফার সৌরভ হোসেন সৌরভ।
আপনার মূল্যবান মতামত দিন: