বেতনের দাবিতে রেশম কারখানায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩ ২২:৫২; আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৪:৪৫

সংগ্রহীত

রাজশাহী রেশম গবেষণাগারের দেড় শতধিক কর্মচারীর আট মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার রাজশাহী রেশম ভবনে এ কর্মসূচি পালন করেন।

কর্মচারীরা বলেন, বেতনের অভাবে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। অনেকেই অর্থাভাবে ঠিকমতো নিজের চিকিৎসাও করাতে পারছেন না। এসময় তারা ঈদের আগেই বেতনের দাবি জানান।

আন্দোলনকারীরা জানান, গেলো বছরের সেপ্টেম্বর মাস থেকে বেতন ছাড়া কাজ করছেন রাজশাহী রেশম ভবনের অস্থায়ী কর্মচারীরা। আজ দিব কাল দিব করে তাদের মাসের মাস আর বেতন দেওয়া হয়নি। আগামী ঈদের আগে বেতন না পেলে ঈদের আনন্দ মাটি হয়ে যাবে এসব কর্মচারীদের পরিবারের সদস্যদের। এমনকি খেয়ে না খেয়ে ঈদ পার করতে হবে তাদের।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top