গোদাগাড়ীতে আগুনে পুড়ে কিশোরী নিহত 

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩ ০৪:০৪; আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৪:৪১

ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে আগুনে ৫টি বাড়ী পুড়ে গেছে। এ ঘটনায় ৭ বছরের কিশোরী জান্নাতুন ফেরদৌস আগুনে পুড়ে মারা যায়।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার (৯ এপ্রিল) সন্ধা ৬টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর বয়ারবাড়ী গ্রামে রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটলে এক এক করে ৫টি বাড়ী পুড়ে ছাই হয়। এ সময় বাড়ী ঘরের লোকজন বের হতে পারলেও ঘরে অবস্থান করায় ১৭ বছরের কিশোরী জান্নাতুন ফেরদৌস আগুনে পুড়ে মারা যায়। ওই গ্রামটি পদ্মা নদীর উপারে দ্বীপ চরে অবস্থান হওয়ায় ফায়ার সার্ভিসের লোকজন যেতে পারেনি। আর আশে পাশে পানির ব্যবস্থা না থাকায় স্থানীয় লোকজন আগুন নেভাতে পারেনি।

স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা উজ্জল বলেন, প্রথমে শফিকুলের বাড়ীতে আগুন লাগে। এরপর পার্শ্বে নাজমুল, আব্দুল জলিল, ইমাম হোসেন ও সাইদুর রহমানের বাড়ীতে ছড়িয়ে পড়ে। এতে করে ৫টি বাড়ী পুড়ে ছাই হয়ে যায়। বাড়ী ঘর থেকে পরিবারের সদস্যরা বের হয়ে পড়ে। কিন্তু শফিকুলের মেয়ে জান্নতুন ফেরদৌস ঘরেই অবস্থান করছিল। ফলে আগুনে পুড়ে জান্নাতুল ফেরদৌস মারা যায়।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top