স্বপ্ন নিয়ে এসেছি ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৩ ০৩:৪৮; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৫:০০
-2023-04-21-21-48-18.jpg)
রাজশাহী মহানগরীর তরুণ শিক্ষার্থীদের সমাজসেবামূলক সংগঠন স্বপ্ন নিয়ে এসেছি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার মহানগরীর রেলগেট, ভদ্রা ও সাহেব বাজার এলাকায় ঘুরে ঘুরে চিহ্নিত সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন সংগঠনটির কর্মীরা।
এ বিষয়ে সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি তানভীর রেজা বলেন,"বর্তমান বাজার পরিস্থিতি সকলেই জানি। নিত্যপ্রয়োজনীয় জিনিসের যে দাম তা মানুষের সাধ্যের বাহিরে। এইসব কথা মাথায় রেখেই আমাদের এই ছোট উদ্যোগ যদি একজন মানুষের ঈদ উদযাপনে হাসি ফুটাতে পারে এই আশাতেই গত কয়েক বছর থেকে আমরা এই কর্মসূচি করে আসছি।"
সংগঠনটির সহ-সভাপতি মাহিন- আল বিরুণী জানান,"আমরা হয়তো এই ঈদ উপহার বিতরণের মাধ্যমে সমাজের বিশাল পরিবর্তন করতে পারবো না। তবু সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের আশেপাশের কিছু মানুষের জন্য একটা সুন্দর ঈদ উপহার দেওয়ার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।"
বিগত ৩ বছর থেকে স্বপ্ন নিয়ে এসেছি ফাউন্ডেশন রাজশাহী মহানগরীর তরুণ শিক্ষার্থীদের সাথে নিয়ে নানান সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের এইবারের দেওয়া ঈদ উপহারের প্যাকেটে ছিল এক কেজি করে পোলাওয়ের চাল, ৫০০মিলি তেল, লবন, চিনি, লাচ্চা সেমাই, গুড়া দুধ এবং নুডুলসের প্যাকেট।
আপনার মূল্যবান মতামত দিন: