চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩ ০০:০০; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৪:৫২
-2023-04-26-17-59-40.jpg)
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। চলে প্রায় ১৫ মিনিট ধরে।
বৃষ্টির সঙ্গে শিলা পড়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
নাচোল উপজেলার সূর্যপুর মোড় এলাকার তরিকুল ইসলাম বলেন, ‘জমিতে পাকা ধান রয়েছে। তাই শিলাবৃষ্টি দেখে অনেক ভয়ে ছিলাম। তবে শিলাবৃষ্টির আকার অনেক ছোট। এতে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।’
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার বলেন, জেলার অন্য উপজেলায় শুধু বৃষ্টি হলেও নাচোলে শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। আমাদের প্রতিনিধিরা রিপোর্ট সংগ্রহ করছেন। রিপোর্ট পেলে ক্ষতির পরিমাণ বলা যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: