রোগি পেটানো কর্মচারি চাকুরিচ্যুত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মে ২০২৩ ০৬:০২; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:২৮

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক রোগি ও অভিভাবককে পেটানো সেই দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারিকে চাকুরিচ্যুত করা হয়েছে। রবিবার রামেক হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারির নাম শামীম।
রামেক হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনার পরে রোগির পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই করে কর্মচারী শামিমকে দোষি পাওয়া যায়। সে কারণে রবিবার তাকে চাকুরিচ্যুত করা হয়। এর আগে, বৃহস্পতিবার রামেক হাসপাতালের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগি রোগি রামেক হাসপাতালের পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: