সিরাজগঞ্জে কোদালের আঘাতে বাবার মৃত্যু, ছেলে আটক
রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩ ২২:১৪; আপডেট: ৪ আগস্ট ২০২৫ ২০:৫৬
-2023-08-28-16-14-39.jpg)
সিরাজগঞ্জের এনায়েতপুরে আশরাফ আলী শেখ (৬২) নামে এক বৃদ্ধকে কোদাল নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ছেলের বিরুদ্ধে। এঘটনায় ছেলে মুছা শেখকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী কৃষি কাজ করতেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহে প্রায়ই আশরাফ আলী শেখের বাড়িতে ঝগড়া বিবাদ লেগে থাকতো। এরই জেরে রোববার রাতে আশরাফ আলীর ছেলে মুছা ও হারুনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের থামাতে বাবা ও মা এগিয়ে এলে বড় ছেলে মুছা শেখ কোদাল দিয়ে তাদের পিটুনি দেয়।
এতে গুরুতর আহত হয়ে বাবা আশরাফ আলীর ঘটস্থলে মৃত্যু হয়। আহত মা শাহিদা খাতুনকে প্রতিবেশিরা উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। এবং বড় ছেলে মুছা শেখকে আটক করেছে থানায় নিয়ে আসে। আজ সোমবার নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: