বাঘায় একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি
রাজ টাইমস | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৫; আপডেট: ৪ আগস্ট ২০২৫ ২০:৫৫

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় মফিজুল ইসলাম নামের একজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
জানা যায়, বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৫নং ওয়ার্ড শাহাপুর গ্রামের মৃত: আব্দুর রাজ্জাকের ছেলে মফিজুল ইসলাম (৩৫) জ্বর হলে পুঠিয়া মেডিক্যালে যায়। সেখানে রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গুজ্বর ধরাপড়ে। তখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। মফিজুল ইসলাম জানায় আমার গায়ে সামান্য জ্বর ছাড়া অন্য কোন সমস্যা হচ্ছে না।
এই বিষয়ে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান জানান, ১ জুলাই থেকে এখন পর্যন্ত বাঘা উপজেলায় প্রায় ৯০জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন, তবে সবাই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। কিছু রোগী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: