শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

রাজ টাইমস | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩ ১৯:২৫; আপডেট: ১০ মে ২০২৪ ১৫:২৩

ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ওই বিদ্যালয়ের পিয়নকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৭ অক্টোবর) রাতের ঘটনায় নির্যাতিতা শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে পিয়নের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। রোববার (৮ অক্টোবর) ভোর ৪টার উপজেলার ধোপাপুকুর গাংগলপাড়া নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ধর্ষকের নাম আবু সাদাদ (৩৫)। তিনি উপজেলার ধোপাপুকুর গ্রামের ইউসুব আলীর ছেলে ও নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাম দাপ্তরিক ও পিয়ন পদে চাকরি করেন। নির্যাতিত ছাত্রী ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

সিপিসি -২ নাটোর ক্যাম্প র‌্যাব-৫ রাজশাহীর কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার জানান, গত ২ অক্টোবর সোমবার সকাল ৬টার দিকে নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন আবু সাদাদ ওই ছাত্রীকে ডেকে ওই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নিয়ে গামছা দিয়ে মুখ বেধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই শিশু শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনা খুলে বলে।

তিনি আরও জানান, বিষয়টি ধামাচাপা দিতে ১০ হাজার টাকায় মীমাংসার করার চেষ্টা করে পিয়ন সাদাদ। পরে শনিবার রাতে ওই নির্যাতিতা ছাত্রীর বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব অভিযান চালিয়ে রোববার ভোর ৪টার দিকে বাড়ি থেকে পিয়ন সাদাদকে গ্রেপ্তার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, রোববার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়ে অভিযুক্তকে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top