সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেলো দুজনের
রাজ টাইমস | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩ ২০:৪৩; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৮:৪৬

সিরাজগঞ্জে পৃথক দুই ট্রেন দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ট্রেনের সঙ্গে লেগে, অন্যজন ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে মারা যান।
শুক্রবার (২৭ অক্টোবর) ভোরে কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি ঈদগাহ মাঠের পশ্চিমে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা ও দুপুর ১২টার দিকে জামতৈল রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনার সুজানগর উপজেলার শারীরভিটা গ্রামের কিরণ খানের স্ত্রী ফারজানা আক্তার আঁখি ও জামালপুরের ইসলামপুর থানার মন্যারচর গ্রামের এলাছ শেখের ছেলে মোহাম্মদ বিশাল। মোহাম্মদ বিশাল সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের মেসিয়ার বলে জানা গেছে।
জিআরপি থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরবন এক্সপ্রেস জামতৈল স্টেশনে থামলে মোহাম্মদ বিশাল ট্রেন থেকে নামেন। কিছুক্ষণ পর ট্রেন চলা শুরু করলে উঠতে গিয়ে হাত ফসকে ট্রেনের চাকার নিচে পড়ে মারা যান।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: