ইট পাটকেল নিক্ষেপ
রাজশাহীতে শিবির-ছাত্রলীগের সংঘর্ষ
নিজস্ব প্রতিনিধি: | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩ ১৬:৫৭; আপডেট: ৯ নভেম্বর ২০২৩ ১৮:০৮
-2023-11-09-18-07-24.jpg)
রাজশাহী নগরীর তালাইমারি ও নর্দান মোড় এলাকায় ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে ছাত্র শিবির নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে। নগরীর তালাইমারী মোড় থেকে কোন প্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে মিছিলটি নর্দান মোড়ের দিকে আসছিল। এসময় হঠাৎ রুয়েট (পকেট) গেটের সামনে থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা করে। তখন উভয়পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। একপর্যায়ে শিবির কর্মীরা ছাত্রলীগকে ধাওয়া দিয়ে রুয়েটের ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে শিবির কর্মীরা ফিরে আসার সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া দেয়।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, দুপুর আড়াইটার দিকে অবরোধের সমর্থনে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এসময় শিবির ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়া খেয়ে ছাত্রশিবিরের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
তিনি আরও জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়াও ছাত্রশিবির নেতাকর্মীরা পালিয় যাওয়ায় কাউকে আটক করা যায়নি। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: