পদ্মায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪ ১৬:৩৩; আপডেট: ৪ মে ২০২৪ ০১:৩৫

ছবি: সংগৃহীত

রাজশাহীর পদ্মানদীতে গোসলে নেমে তিন কিশোর মারা গেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পবার শ্যামপুর বালুর ঘাটে গোসলে নেমে নিখোঁজ হয় তারা। এরপর বিকেল পৌনে ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

মৃত কিশোররা হলো, রাজশাহী মতিহার থানা এলাকার মো. রেন্টুর ছেলে যুবরাজ (১৪), একই এলাকার নূর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৫) ও লিটনের ছেলে আরিফ (১৪)।

তারা কাটাখালি পৌরসভার শ্যামপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওবায়দুল বলেন, উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে নামে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উদ্ধার অভিযানও সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রাজশাহী নৌপুলিশের ওসি মোহা. মনিরুজ্জামান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। তিন কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top