ঈশ্বরদী রেল ইয়ার্ডে আগুনে পুড়ল বেশ কয়েকটি স্লিপার
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৬ মে ২০২৪ ০৯:৪২; আপডেট: ৫ আগস্ট ২০২৫ ০৯:১৫

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে জংশন স্টেশন ইয়ার্ডে জমিয়ে রাখা স্লিপারে আগুনের ঘটনা ঘটেছে।
রোববার (৫ মে) রাত ৮টা ১৫ মিনিটের দিকে শহরে ঈশ্বরদী প্রেসক্লাবে সংলগ্ন রেল স্টেশনের দক্ষিণ ইয়ার্ডের পাশে এ ঘটনা ঘটে।
আগুনে বড় ধরনের ক্ষতি না হলেও কয়েকটি স্লিপার পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের লিডার মকলেছুর রহমান জানান, রাত ৮টা ২০ মিনিটে জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে জংশন স্টেশন ইয়ার্ডে কাঠের স্লিপারে আগুন লাগার খবর পান তাঁরা। ৮টা ২৩ মিনিটে রেল ইয়ার্ডে পৌঁছান এবং দুটি পাম্পের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
আপনার মূল্যবান মতামত দিন: