বগুড়ায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৬ মে ২০২৪ ১৬:১৫; আপডেট: ১৯ মে ২০২৪ ১৩:৩৪

ছবি: সংগৃহীত

নওগাঁয় ঔষধ প্রশাসনের হয়রানিমূলক মামলার প্রতিবাদে বগুড়ায় ঘণ্টাব্যাপী দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে ওষুধ ব্যবসায়ীরা।

রোববার (৫ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিসিডিএস বগুড়া জেলা শাখার সব ওষুধ ব্যবসায়ীরা এ ধর্মঘট পালন করেন।

এ সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাদল কুন্ডু, এনজি পোদ্দার, আতাউর রহমান, আতিকুর রহমান সোহেল, জাহিদুল বারী জাহিদ, রনি, ইনছান আলী, ফারুক হোসেন, জাহিদুর রহমান, মিজান, মাসুদ রানা প্রমুখ।

বক্তারা বলেন, নওগাঁ জেলার ঔষধ প্রশাসন হয়রানিমূলক মামলা দিয়ে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা রাজশাহী বিভাগে ঘণ্টাব্যাপী এ প্রতীকী ধর্মঘট পালন করছি। ফুড সাপ্লিমেন্ট ডাক্তাররা লিখছেন আর আমরা বিক্রি করতে গেলেই হয়রানির শিকার হচ্ছি। জরিমানা দিতে হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।

শিগগিরই যদি ওষুধ ব্যবসায়ীদের প্রশাসন কর্তৃক হয়রানি বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এ সময় বক্তারা বলেন, আমাদের আন্দোলনের সময় ওষুধের দোকান বন্ধ থাকায় ক্রেতাদের সাময়িক সমস্যা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top