রাজশাহীতে বিএসএফের পোশাকসহ সীমান্তে মাদক পাচারকারী আটক
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৩ মে ২০২৪ ১৭:৪৭; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২১:৫৮
-2024-05-13-17-46-47.jpg)
সীমান্ত দিয়ে মাদক পাচারকারী এক ব্যক্তিকে বিএসএফের পোশাকসহ আটক করেছেন র্যাব-৫ এর সদস্যরা। আটক ব্যক্তির নাম মো. রেন্টু (৪০)। তিনি রাজশাহীর কাটাখালী থানার মাসকাটাদীঘি এলাকার বাসিন্দা। এর আগে তার বাড়ি ছিল ভারতীয় সীমান্ত সংলগ্ন দুর্গম চর চরখিদিরপুরে।
রোববার (১২ মে) রাতে রেন্টুকে তার মাসকাটাদীঘির বাড়ি থেকে আটক করে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও এক সেট বিএসএফর পোশাক জব্দ করা হয়।
সোমবার (১৩ মে) দুপুরে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেন্টু একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে বালুর ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসা করে আসছিলেন। আর কৌশল হিসেবে বিএসএফের পোশাক পরেই চোরাচালানের জন্য সীমান্তে যেতেন।
র্যাবের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভিনব এই কৌশলের কারণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কিংবা বিএসএফের কেউ তাকে দূর থেকে সহজে তাকে চিনতে পারতেন না। আটকের পর রেন্টু এ তথ্য জানিয়েছেন। তাই জিজ্ঞাসাবাদ শেষে তাকে কাটাখালী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার নামে মামলাও দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: