চাঁপাইনবাবগঞ্জে এবারও নেই ম্যাংগো ক্যালেন্ডার
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৬ মে ২০২৪ ২১:৩২; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২১:৪৫
-2024-05-16-21-32-07.jpg)
গাছের আম পাকলেই বাজারে নামানো যাবে চাঁপাইনবাবগঞ্জের আম। জেলায় এ বছরেও নেই আমপাড়ার সময় নির্ধারণের ‘ম্যাংগো ক্যালেন্ডার’।
বৃহস্পতিবার (১৬ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম বাজারজাতকরণ সুষ্ঠু করতে, ‘ম্যাংগো ক্যালেন্ডার’ প্রণয়ন ও নিরাপদ ও বিষমুক্ত উৎপাদন, বিপণন এবং পরিবহন প্রস্তুতি মতবিনিময় সভায় আম চাষি, ব্যবসায়ী, কৃষি বিভাগ ও ফল গবেষকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে সততার সঙ্গে ভোক্তার কাছে নিরাপদ আম পৌঁচ্ছে দেন। আম পরিপক্ব হলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করেন। সবার মতামতের ভিত্তিতেই বিগত কয়েক বছরের মতো এবারও ম্যাংগো ক্যালেন্ডার থাকছে না। তবে আমরা নিয়মিতই বাজার তদারকি করব। যাতে পরিপক্ক নিরাপদ আমের বাজারজাত নিশ্চিত করতে।
সভায় আগামী ১০ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সঙ্গে আম পরিবহনে এবার আমের গুণগত মান ঠিক রাখতে এসি বগি না হলেও, ট্রেনের বগিগুলোতে পানি স্প্রের মাধ্যমে কুলিং সেস্টিম চালু থাকবে বলেও জানানো হয়।
সভায় আরও জানানো হয়, কোনো অসাধু ব্যবসায়ী যদি অপরিপক্ব আম নামায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেছুর রহমান, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাসসহ অনান্যরা।
আপনার মূল্যবান মতামত দিন: