তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীকে ধর্ষণচেষ্টা, খালু গ্রেপ্তার
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৮ মে ২০২৪ ১৮:১৮; আপডেট: ১৮ মে ২০২৪ ১৮:২২
রাজশাহীর তানোর উপজেলায় এক ক্ষুদ্র নৃগোষ্ঠী তরুণীকে (১৮) ধর্ষণচেষ্টার অভিযোগে তাঁর খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বাঁধাইড় ইউনিয়নের ঝিনাইখোর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে তানোর থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে কৃষ্ণ হেমরমকে (৪২) নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃষ্ণ হেমরম উপজেলার বাঁধাইড় ইউনিয়নের ঝিনাইখোর গ্রামের বাসিন্দা। আজ শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার বরাত দিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ওই তরুণীর বাবা-মা ধান কাটার কাজে তাঁকে বাসায় একা রেখেই চলতি মাসের ১৩ তারিখে তানোর পৌরশহরের কালিগঞ্জ এলাকায় আসেন। বাড়িতে একা থাকায় ১৬ মে সন্ধ্যায় ওই তরুণীর মা–বাবা মোবাইল ফোনে তাঁর মেয়েকে খালু কৃষ্ণ হেমরমের বাসায় যেতে বলেন।
মা-বাবার কথা মতো ওই তরুণী তাঁর খালুর সঙ্গে ওই দিন রাতেই তাঁর বাড়ি যাচ্ছিলেন। পথে নির্জন এলাকায় নিয়ে তাঁকে ধর্ষণচেষ্টা করেন তিনি। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ওই তরুণী কৌশলে পালিয়ে গিয়ে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
ওসি আব্দুর রহিম আরও বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আজ শনিবার তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’
আপনার মূল্যবান মতামত দিন: