রাজশাহীতে অস্ত্র-গান পাউডারসহ অটোচালক গ্রেপ্তার
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১ জুন ২০২৪ ১৮:০৩; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৯:০৮
-2024-06-01-18-01-50.jpg)
রাজশাহীতে অস্ত্র–গান পাউডারসহ রাকিবুল ইসলাম (২৩) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে দামকুড়া থানার কসবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তার রাকিবুল ইসলাম জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর চারখুটার মোড় এলাকায় বসবাস করেন।
র্যাব জানায়, তার অটোরিকশা থেকে দুটি ওয়ান শুটার গান ও দুই কেজি ২০০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়েছে। রাকিবুল মূলত অস্ত্র কারবারি। অটোরিকশা চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গান পাউডার সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: