চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৭ জুন ২০২৪ ১৯:১৭; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:৩০

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে আলাদা বজ্রপাতে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুন) দুপুরে ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে মারা যান তারা।

শিবগঞ্জ ও ভোলাহাট থানা পুলিশ ও জনপ্রতিনিধিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার আলিডাঙ্গা মহল্লার সুভাষ বোকতের স্ত্রী ববি বোকত (২২), পাকা ইউনিয়নের নিশিপাড়ার এরশাদ আলী ওরফে রাব্বুলের মেয়ে কবিতা খাতুন (১২) এবং ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি-হঠাৎপাড়ার এসলাম আলীর মেয়ে আমেনা খাতুন (১০)।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বেলা ৩টার দিকে ববি তার বাড়ির সামনের একটি বাগানে আম কুড়াতে যান। এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রায় একই সময়ে উপজেলার পাকা ইউনিয়নের নিশিপায় বজ্রপাতে মৃত্যু হয় কবিতা খাতুনের।

ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক জানান, ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির সামনে আম কুড়াতে যায় কবিতা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ভোলাহাট থানার ওসি সুমান কুমার জানান, বেলা পৌনে ৩টার ঝড়-বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে যায় আমেনা খাতুন। এ সময় বজ্রপাত হলে সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্থানীয়রা আমেনাকে নিয়ে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top