রাজশাহীতে স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৪ জুন ২০২৪ ১২:৩৭; আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৯

ছবি: সংগৃহীত

রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্কুলটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সারোয়ার হাসানকে (১২) পিটিয়ে আহত করার অভিযোগে গতকাল বুধবার এ মামলা হয়।

রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করেন ওই শিক্ষার্থীর বাবা সাঈদ হাসান। আদালতের বিচারক শংকর কুমার বিশ্বাস অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন। মামলার পরবর্তী তারিখে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী ইমতিয়ার মাসরুর জানান, গত ৮ জুন দুপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সারোয়ার হাসানের সহপাঠীরা তাঁর বিরুদ্ধে অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। এ কারণে অধ্যক্ষ সারোয়ারকে পিটিয়ে আহত করেন। এরপর থেকে সারোয়ার আর স্কুলে যায়নি। পরদিন শিশুর বাবা বিচার চেয়ে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনা করে আরএমপি।

মামলার বাদী সাঈদ হাসান বলেন, আরএমপি সমাধান না করায় তিনি আদালতে মামলা করেছেন। আশা করছেন ন্যায়বিচার পাবেন।

এ বিষয়ে অধ্যক্ষ গোলাম মাওলা বলেন, বিষয়টি আদালত পর্যন্ত চলে গেছে। এটি নিয়ে তিনি এখন আর কোনো মন্তব্য করতে চান না।



বিষয়: রাজশাহী


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top