বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
গোদাগাড়ী প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জুলাই ২০২০ ২৩:২৮; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০০:৩৮

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারাপদ রবিদাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে রাজু রবিদাস (৩০) নামের এক যুবক। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গোদাগাড়ী মডেল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত তারাপদ রবিদাস গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লার মৃত কোকিল রবিদাসের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে পদ্মা নদীতে মাছ ধরে উঠে আসছিলেন কয়েকজন জেলে। এ সময় তারাপদ একটি বৈদ্যুতিক খুটির টানা দেয়া তার স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মারা যান। এ সময় তাকে বাঁচাতে গেলে রাজু রবিদাস আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আন্দালীব/২৩
আপনার মূল্যবান মতামত দিন: