রাজশাহীর করোনা পরিস্থিতি অপরিবির্তিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২০ ২১:১৬; আপডেট: ২৪ জুলাই ২০২০ ২১:২০

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে নতুন করে ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন একই সময়ে ১ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০১ জন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১০৪ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৪৭ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৯৪ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৮৩ জন, নওগাঁর ৭ জন, নাটোরের ১ জন, জয়পুরহাট ৩ জন, বগুড়ায় ৫০ জন, সিরাজগঞ্জে ৩৪ জন ও পাবনায় ১৮ জন।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪ হাজার ৪২০ জন। এছাড়াও মহানগরীতে ১ হাজার ৯৮৪ জনসহ রাজশাহী জেলায় ২ হাজার ৫১২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩১৮ জন, নওগাঁয় ৮৫১ জন, নাটোরে ৩৮৮ জন, জয়পুরহাটে ৬৫৯ জন, সিরাজগঞ্জে ১ হাজার ২১৪ জন ও পাবনায় ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. আচার্য্য বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১৪৭ জন। এর মধ্যে রাজশাহীতে ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন, নওগাঁয় ১৩ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ৯১ জন, সিরাজগঞ্জে ১০ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫ হাজার ৪৯৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৯৫৯, চাঁপাইনবাবগঞ্জে ১৫৩ জন, নওগাঁয় ৬৪৫ জন, নাটোরে ১৫২ জন, জয়পুরহাট ১৯৭ জন, বগুড়ায় ২ হাজার ৭৫৯ জন, সিরাজগঞ্জ ৩১০ জন ও পাবনায় ৩১৯ জন।

#পিটি/এনএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top