বর্ন্যাতদের সাহায্যার্থে মোহনপুরে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৩; আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০০:৫২

ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ পুর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণের অর্থ সংগ্রহের উদ্দেশে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ফতেপুর দিগন্ত প্রসারী ক্লাব মাঠে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেল ৪ টার দিকে এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগীতা করতে এমন ব্যাতিক্রমি আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খেলা উপভোগ করতে আসা জনসাধারণের কাছ টিকিট বিক্রি করে ত্রাণের টাকা সংগ্রহ করেন বিএনপি ও দলটির অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ফুটবল ম্যাচের আয়োজক রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন জানান, দেশের ভয়াবহ বন্যায় মানুষ সহায়সম্বলহীন হয়ে পড়েছে তাদের পুনর্বাসনের জন্য আমাদের সকলকে এগিয়ে আসা জরুরী তাই আমরা এই ব্যতিক্রমী আয়োজন করেছি ব্যাপক মানুষ সাড়া দিয়েছে খেলা দেখতে এসে তারা বর্নাত্যদের জন্য আর্থিক সহয়তা করছেন। বন্যাদুর্গতদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এই আয়োজনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার জানাবাদ ইউনিয়ন বিএনপি'র সভাপতি জিল্লুর রহমান সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা মোহনপুর উপজেলা বিএনপির সদস্য সালাউদ্দিন আহমেদ, মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী রাই ঘাটি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top