নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার : আটক ২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২১ ০১:১৮; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৬:৩৪

রাজশাহী মহানগরী মহানগরীতে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো নওগাঁ জেলার মান্দা থানার হাটর গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে মোঃ ওবাইদুর রহমান বুলবুল (৩৭) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপ-শহর ১ নং সেক্টরের মৃত ওবাইদুল্লাহর ছেলে মোঃ সাইফুর রহমান তুষার (২৪)।

বুধবার মহানগর গোয়েন্দা পুলিশর একটি বিশেষ টিম উপশহর কেন্দ্রীয় ঈদগাহের পার্শ্বে দুইজন ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের সময় ওবাইদুর রহমান বুলবুল ও মোঃ সাইফুর রহমান তুষারকে গ্রেফতার করে। এসময় তল্লাশী করে তাদের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top