বাঘায় পুলিশের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ

বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ১৭ জুলাই ২০২১ ০২:৩৮; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৫:৩৭

ছবি-প্রতিনিধি
ঈদ মানে আনন্দ। আর এ আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে চান রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। সেই লক্ষ্যে জেলার সকল থানা অফিসার ইনচার্জদের মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ পরিবার  এবং পুলিশ সদস্যদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন তিনি।
 
বাঘা থানা চত্বরে শুক্রবার (১৬ জুলাই) সকাল ১১ টায় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের মাধ্যমে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব প্যাকেটের মধ্যে ছিল লাচ্চা, সেমাই, আটা, চিনি, দুধ, সয়াবিন ও চাল।  
এ সময় (ওসি) নজরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আযহার  দিনে কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এ কথা চিন্তা করে জেলা পুলিশ সুপার আপনাদের জন্য এসব উপহার পাঠিয়েছেন।  আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন। 
 
এদিকে গ্রামপুলিশ মারফত খবর পেয়ে ঈদসামগ্রী পাওয়া  রহিমা বেগম ও করিম উদ্দিন বলেন, এর আগেও অনেক পুলিশ এ জেলায় চাকরি করেছে। তাদের হাত দিয়ে কোন কিছু পায়নি। তবে গত রমজানের ঈদ এবং এ বছর কোরবানীর ঈদ সামনে রেখে বর্তমান পুলিশ সুপার এর মাধ্যমে কিছু খাবার পেলাম। তারা পুলিশের এ  উদ্যোগকে সাধুবাদ জানান এবং আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।
 
 
 
এসকে
 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top