রাজশাহীতে মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় বিচার দাবি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০ ২০:০২; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১০:৫০
-2020-09-06-14-00-59.jpg)
রাজশাহীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলার ঘটনার প্রতিবাদে নগরীতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৬ আগস্ট) নগরীর লক্ষীপুর মোড়ে রাজশাহী সংগ্রাম রক্ষা পরিষদের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় পরিষদের নেতাকর্মীরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মুক্তিযোদ্ধা ও তার সন্তানকে মারধরের ঘটনার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িত ইন্টার্নি চিকিৎসক শোভন সাহা ও আবদুর রহিমকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
পাশাপাশি মানববন্ধন থেকে রামেক হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের দাবি ও জানানো হয়।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: