বানেশ্বর কলাহাটায় সড়ক দুর্ঘটনা, স্বামী নিহত স্ত্রী হাসপাতালে
রাজ টাইমস | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২ ১১:৫৭; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:৫৬

রাজশাহীতে মোটরসাইকেল ও লেগুনার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। আজ শনিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ৪৫ বছর বয়সী মিজানুর রহমান চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকার খলিলুর রহমানের ছেলে। দুর্ঘটনায় তাঁর আহত স্ত্রী আয়শা বেগম (৪০) পল্লী বিদ্যুতে চাকরি করেন। তাঁরা থাকেন বানেশ্বরে।
পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে মিজানুর রহমান মোটরসাইকেল চালিয়ে স্ত্রীকে নিয়ে দুর্গাপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। বানেশ্বর বাজার পাড়ি হয়ে কলাহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় মিজানুর ও তাঁর স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মিজানুর মারা যান। তাঁর স্ত্রী এখনো হাসপাতালে ভর্তি আছেন।
পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাকারুল ইসলাম বলেন, আহত নারী এখন আশঙ্কামুক্ত। দুর্ঘটনার পর লেগুনাচালক পালিয়েছেন, তবে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
আপনার মূল্যবান মতামত দিন: