এন.পি.এল ফাইনালে চ্যাম্পিয়ন ফাইভ ব্রাদার্স

বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২ ০৫:৫১; আপডেট: ৩ এপ্রিল ২০২২ ০৫:৫১

বাঘায় শনিবার মুজিববর্ষ নতুনপাড়া প্রিমিয়াম লীগ (এন.পি.এল) ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তিহাম এন্টার প্রাইজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ফাইভ ব্রাদার্স।

বিকাল সাড়ে ৪ টায় বাজুবাঘা নতুনপাড়া এলাকাবাসীর সহযোগীতায় ও বাঘা রয়েল বেঙ্গল ক্লাবের আয়োজনে আজহার আলীর মিনি ক্রিকেট মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা কমিটির সভাপতি ও বাঘা প্রেসক্লাব সভাপতি আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে প্রধান অথিতি থেকে পুরস্কার বিতরণ করেন বাঘা পৌরসভার প্যানেল মেয়র-১ শাহিনুর রহমান পিন্টু। বিশেষ অতিথি ছিলেন বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবুল ইসলাম,বাঘা পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কবির হোসেন, জাতীয় সাংবাদিক স্থার বাঘা শাখার সাধারণ সম্পাদক লালন উদ্দীন, সমাজ সেবক আরিফুল ইসলাম রাজিব, ফিরোজ আহম্মেদ, ছাত্রলীগ নেতা জাহিদ, সৈকত মাহামুদ প্রমুখ।

তিহাম এন্টার প্রাইজ টসে জয়লাভ করে নির্ধারিত ১০ ওভারে ৬১ রান করতে সক্ষম হয়। পক্ষান্তরে ফাইভ ব্রাদার্স ৬২ রানের জয়ের লক্ষে খেলতে নেমে মাত্র ৭ ওভারে কোন উইকেট না হারিয়ে ফাইভ ব্রাদার্স চ্যাম্পিয়ন হয়।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top