এএসআই’র বিরুদ্ধে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ০২:০৮; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:৫৮

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার এক এএসআইয়ের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকরি দেওয়ার নামে সাড়ে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, রাজশাহী নগরীর চরসাতবাড়িয়া এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী বজলুর রহমানের পুত্র নাসির উদ্দিনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক এএসআই গত ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি একসঙ্গে সাড়ে ১১ লাখ টাকা নেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই টাকা নেওয়ার পরে চাকরি দিতে না পারলে অভিযুক্ত এএসআই লতি বছরের ৩০ জানুয়ারির মধ্যে সেই টাকা ফেরত দিবেন বলে অঙ্গিকার করেন। কিন্তু এএসআই গত দুই বছরেই বজলুর রহমানের ছেলে নাসির উদ্দিনকে রাবিতে চাকরি নিয়ে দিতে পারেননি। এমন কি সে টাকাও ফেরত দেয়নি।
পরে সেই টাকা ফেরত চাইতে গেলে বজলুর রহমানকে নানাভাবে হুমকি দেয়ার অভিযোগ উঠে। বজলুর রহমান গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, ‘ ওই এএসআই কে ধারদেনা করে সাড়ে ১১ লাখ টাকা দিয়েছি। এতোগুলো টাকা দিয়ে আমি এখন নিঃশ্ব। চাকরি তো দূরের কথা পাওয়ানাদারদের অত্যাচারে বাড়িতে থাকায় দায় হয়ে গেছে।
আবার এএসআই মাইনুল টাকা ফেরত দিতে চেয়েও এখন মাত্র ৬ লাখ টাকা দিতে চাচ্ছে। ওই টাকা নিয়ে আপোশ না করলে আমাকেসহ আমার এক ভাইরাকে মাদক ও বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে। ’বজলুর রহমান বলেন, ‘এএসআইয়ের বাড়ি রাজশাহীর চারঘাটে। মাছ ব্যবসায়ী বজলুর রহমান চারঘাটে মাছ কিনতে যাওয়ার সুবাদে মাইনুলের সঙ্গে পরিচয় হয়।
আপনার মূল্যবান মতামত দিন: