জ্যৈষ্ঠের আগেই রাজশাহীর বাজারে লিচু

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ০২:৫২; আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২১:৫১

জ্যৈষ্ঠের আগেই রাজশাহীর বাজারে লিচু। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ঋতু পরিক্রমায় মধুমাস জ্যৈষ্ঠ আসতে এখনো ১৫ দিন বাকি। কিন্তু জ্যৈষ্ঠের আগেই রাজশাহীর বাজারে উঠেছে অতিথি ফল লিচু।

গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বৃহস্পতিবার রাজশাহীর সাহেব বাজারে দেশি আগাম জাতের লিচু বিক্রি করতে দেখা যায়। বাড়তি লাভের আশায় আগেই বাজারে নিয়ে আসা হয়েছে এই লিচু। মৌসুমী ফল লিচু মিষ্টি ও রসালো হলেও অগ্রিম বাজারে আসা লিচু টক-মিষ্টি স্বাদের। এরপরও দাম বেজায় চড়া। দেশি জাতের ছোট আকৃতির ১০০টি লিচুর দাম ৪০০ টাকা। এছাড়া শরীরে একটু কালো দাগ পড়া লিচু বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকা। বেশি দামের কারণে সাধ থাকলেও লিচু কিনতে পারছেন না অনেকেই।

ভরা মৌসুমে রাজশাহী মহানগরীর সাহেব বাজার, বিন্দুরমোড়, লক্ষ্মীপুর, স্টেশন ও শালবাগান বাজার ছাড়াও শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন বিভিন্ন সড়কের দুই পাশে লিচুর পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। কিন্তু বৃহস্পতিবার দেখা গেছে কেবল সাহেব বাজার জিরোপয়েন্টের কয়েকটি দোকানে সামান্য লিচু। এই লিচু বেশি দাম দিয়েই কিনছেন কেউ কেউ।

রাজশাহী মহানগরীর দরগাপাড়ার জামিল আহমেদ জানান, তার ছয় বছরের মেয়ে ঝর্ণা লিচু খেতে খুব ভালোবাসে। বাজারে লিচু উঠলেই তার বায়না থাকে কেনার জন্য। যে কারণে তিনি লিচু কিনেছেন। দাম বেশি থাকায় ১০০টির পরিবর্তে ৫০টি লিচু কিনেছেন তিনি।

তবে লিচু ব্যবসায়ী শামীম হোসেন জানান, লিচুকে অতিথি ফল বলা হয়। কারণ এই ফল বাজারে মাত্র এক থেকে দেড় মাসে থাকে। এখন বাজারে লিচু ওঠেনি। এ কারণে লিচুর দাম বেশি। দুই সপ্তাহ পর লিচুর ভরা মৌসুম শুরু হবে। তখন প্রচুর পরিমাণে লিচু বাজারে আসবে। বাজারে দিনাজপুরের লিচু এলেই দাম সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top