ঈদের রাত থেকে রাজশাহীতে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২২ ০৩:৫৪; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৫:০৩

ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রাজশাহী বিভাগে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটিসিএলের ৩০ ইঞ্চি ব্যাসের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্ত) গ্যাস সঞ্চালন লাইনের হুক-আপ কাজ আসন্ন ঈদুল ফিতরের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে করা হবে। এ কারণে পিজিসিএলের আওতাধীন রাজশাহী বিভাগের সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধের জন্য পিজিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: