মহানগরীর বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২২ ০৪:২৮; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৪:৫৭

ছবি: প্রতীকী

আজ (শুক্রবার) দুপুর দেড়টার দিকে রাজশাহী মহানগরীর দেবিশিংপাড়া মহল্লায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের বাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।তার বাসা লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল হামলা চালিয়েছে বলে দাবি করেছেন শাহীন শওকত।

তিনি জানান, ঘটনার সময় তিনি জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। তখন দুর্বৃত্তরা তার বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। সেটি তার দোতলা বাসার বেলকনির কাছে থাকা একটি পাইপে গিয়ে পড়ে। এতে পাইপটিতে আগুন ধরে নিচে পড়ে যায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ককটেল হামলায় কেউ আহত না হলেও পরিবারের আতঙ্ক দেখা দিয়েছে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির দেয়ালে একটা দাগ দেখেছে। তবে সেটা ককটেলের বিস্ফোরণের কারণে হয়েছে বলে মনে হচ্ছে না। কোন আলামতও জব্দ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top