হজের ২ প্যাকেজ ঘোষণা

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩ ১৮:০২; আপডেট: ৬ মে ২০২৪ ১৫:০৭

ছবি: সংগৃহীত

আগামী বছর হজে যেতে আগ্রহীদের জন্য দু’টি প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

সাধারণ প্যাকেজে হজ করতে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজে নয় লাখ ৩৬ হাজার ৩২০ টাকা ব্যয় ধরা হয়েছে।

বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মানুষ যেন হজে যেতে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে পারে, সেজন্য এবার অনেক আগেই হজ প্যাকেজ ঘোষণা করা হলো। যারা কম টাকায় হজে যেতে চান, তাদের জন্য এবার সুযোগ থাকছে।’

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন হজ হতে পারে। গতবারের মতই এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে যেতে পারবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার হজে যেতে পারবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top