শেষ দশ রোজায় ৬টি কাজের কথা বললেন আহমাদুল্লাহ
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪ ১৯:০৮; আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ০০:৪৯
দেখতে দেখতে পবিত্র রমজানের দুটি দশক পার হয়ে যাচ্ছে। শুরু হচ্ছে শেষ দশক। যে দশ রোজাকে বলা হয় নাজাতের দশদিন। এই দশদিনে রয়েছে বিশেষ বিশেষ আমল। সেসব আমলের কথা স্মরণ করিয়ে দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।
বিশিষ্ট ইসলামি বক্তা ও আলোচক শায়খ আহমাদুল্লাহ রবিবার (৩১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসে শেষ দশদিনের আমল নিয়ে লিখেছেন।
তিনি লিখেছেন, আজ আমরা বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ দশকে প্রবেশ করতে চলেছি। এই দশকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছয়টি কাজ নিয়মিত করতেন।
এক. ইতিকাফ করতেন।
দুই. জীবনের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ইবাদত সাধনায় রত থাকতেন।
তিন. রাত্রি জাগরণ করতেন।
চার. পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন।
পাঁচ. কোমর বেঁধে ইবাদতে মগ্ন হতেন।
ছয়. লাইলাতুল কদর তালাশের আশায় শেষ দশ রাতে (বিশেষত বেজোড় রাতগুলোতে) ইবাদত করতেন।
রমজানের শেষ দশক মহাসৌভাগ্যের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। এই সৌভাগ্য লাভ করতে হলে আমাদেরকে ইবাদত ও রাত্রি জাগরণের পেছনে সর্বশক্তি ব্যয় করতে হবে। ঈদের কেনাকাটা এবং গ্রামের বাড়ি যাওয়ার প্রস্তুতি যেন আমাদের শেষ দশকের ইবাদতে বাধা সৃষ্টি না করে। আল্লাহ তাওফীক দান করুন, আমীন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: