মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ৬ জুন!
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৫ ১৯:০৯; আপডেট: ২২ মে ২০২৫ ০২:১৯

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ইসলামের অন্যতম পবিত্র উৎসব ঈদুল আজহা আসছে জুন মাসের ৬ তারিখে (শুক্রবার) পালিত হতে পারে। এমনটাই জানানো হয়েছে আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টারের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত এক বিবৃতিতে।
আজ বুধবার (২১ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
গবেষণা কেন্দ্রটির বিবৃতি অনুসারে, চলতি মাসের ২৮ মে সূর্যাস্তের পর ৪৩ মিনিটের জন্য কুয়েতের দিগন্তে চাঁদ দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। যা নতুন মাসের সূচনা নির্দেশ করবে। সেই হিসেবে মক্কায় হজের মূল দিন অর্থাৎ আরাফার দিন বৃহস্পতিবার (৫ জুন) পড়বে।
ফলে এর পরদিন শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদ্যাপিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: